কর্মী সমাবেশ ২০১৯

সংগ্রাম’র ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হলো সংগ্রাম’র কর্মী সমাবেশ। ১২ ডিসেম্বর, ২০১৯ বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ৭০০ লোকবলের পদচারণায় মুখর ছিলো সারাদিন। প্রধান অতিথি পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ জসীম উদ্দিন স্যার এই দিনকে আরো পূর্নাঙ্গতা দান করলেন। বেলা ১০ টায় নারীদের লাল-সবুজের শাড়ি আর পুরুষদের কাল প্যান্টের সাথে সাদা গেঞ্জির সমাহারে শোভাযাত্র শুরু হয়। বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে। সেখানে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রধান ফটকের অভ্যন্তরে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন শেষে পতাকা বেদিতে মিলিত হন অতিথিগণ। জাতীয় সঙ্গীতের তালেতালে পতাকা উত্তোলিত হয়। এরপর শ্বেত কপোত উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঞ্চে সম্মানীত অতিথিগণ আসন গ্রহন করেন। প্রধান অতিথি পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ জসীম উদ্দিন স্যার। সভাপতিত্ব করেন সংগ্রাম’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম। বিশেষ অতিথি ছিলেন সংগ্রাম’র নির্বাহী পরিচালক জনাব চৌধূরী মোহাম্মদ মাসুম ও পিকেএসএফ’র উপ-মহাব্যবস্থাপক জনাব দিলীপ কুমার চক্রবর্ত্তী। প্রধান অতিথির সঘরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপক জনাব মোঃ লুৎফর রহমান ও পিকেএসএফ’র ব্যবস্থাপক জনাব মোঃ রুহুল আমীন। সম্মানীত অতিথি হিসেবে ছিলেন সংগ্রাম’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। 

মূল অনুষ্ঠানের প্রারম্ভে সংগ্রাম’র বাস্তবায়িত ১১টি প্রকল্পের তথ্য উপস্থাপণ করা হয়। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিলো ১২ সফল সদস্যকে সম্মননা প্রদান। এর আলোকে সফল বুনিয়াদ ঋণী জনাব হালিমা বেগম, জাগরণ ঋণী জনাব মোঃ এনায়েত হোসেন, অগ্রসর ঋণী জনাব মোঃ কবির চৌধুরী, সুফলন ঋণী জনাব মোঃ দুলাল হোসেন, আইজিএ ঋণী জনাব মোঃ সোহেল হোসেন ছগির, উদ্যমী সদস্য জনাব লালবরু, সমৃদ্ধ বাড়ি সদস্য জনাবা সালমা কাজী, শিক্ষাবৃত্তি মো: সোলায়মান, পিএইচআরপিবিডি জনাব মো: বেলাল হোসেন আকন, কাঁকড়া চাষী জনাব উত্তম মজুমদার, মুগডাল চাষী জনাব আ: বারেক, কিশোরী ক্লাব বাঁশবুনিয়া কিশোরী ক্লাব কে সম্মননা প্রদান করা হয়। পরে সংগ্রাম’র ঋণ কার্যক্রমের উল্লেখযোগ্য সফলতা সৃষ্টিকারি ফিল্ড অফিসার মো: মনিরুজ্জামান, হিসাবরক্ষক মো: সোহাগ মিয়া, ব্যবস্থাপক জনাব মো: কাওসার আলী, এরিয়া ম্যানেজার মো: রিপন মিয়াকে সম্মননা প্রদান করা হয়। সবশেষে প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বিকালে সংগ্রাম কর্মীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ’র সমাপ্তি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top