Suborno Joyonti Corner

সুবর্ণ জয়ন্তী কর্নার

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয় অর্জন করে। এই দিনটি ১৯৭২ সাল থেকে বাংলাদেশ বিজয় দিবস হিসাবে পালন করছে। ২০২১ সালে স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধে বিজয় অর্জনের ৫০ বছর পূর্ণ হয়। তাই স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালকে “সুবর্ণজয়ন্তী” হিসাবে পালন করা হয়। ২০০৮ সালের সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে “রূপকল্প ২০২১” ঘোষণা করে, যেখানে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় দেয়া হয়।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দেয় পরবর্তীতে তা ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়।

সংগ্রাম এই সুবর্নজয়ন্তী উদযাপনে সরকার কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেছে। এই সময়কালে সংস্থার যাবতীয় প্রকাশনা, পত্রাদি, আনুষ্ঠানিকতায় সুবর্নজয়ন্তীর লোগো ব্যবহার করা হয়েছে। সুবর্নজয়ন্তীকে কেন্দ্র করে সংগ্রাম’র ওয়েবসাইটে একটি কর্নার তৈরি করা হয়েছে। এতে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করা হলো :

স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে এতিমদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করছেন পাথরঘাটা-বামনা-বেতাগী’র মাননীয় সাংসদ জনাব শওকত হাচানুর রহমান রিমন।
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে সংগ্রাম কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীর চিত্র।
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে সংগ্রাম কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীর চিত্র।
সুবর্নজয়ন্তী পালনে সংগ্রাম’র আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন অভিযান। বৃক্ষ রোপন করছেন পাথরঘাটার সম্মানীত উপজেলা নির্বাহী অফিসার জনাব হুসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
মুজীববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের পুরস্কার বিতরনীতে উপস্থিত অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর রুহের মাগয়েরাত কানায় মোনাজাত।
মুজীববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে সংগ্রাম কর্তৃক আয়োজিত যুবদের নিয়ে প্রতিযোগীতায় প্রদানকৃত ক্রেস্ট।
Scroll to Top