পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামের পিএইচআরপিবিডি প্রকল্পের এপেক্সবডির আয়োজনে ১৫ ডিসেম্বর এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগ্রামের এরিয়া ম্যানেজার ফয়সাল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। অনুষ্ঠানে প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করা ও নিজস্ব অফিসের দাবী জানান প্রতিবন্ধীরা। সকলের সহযোগিতা ও দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীতা দূর করে প্রতিবন্ধীদের উন্নয়নে দ্রæত আলোচনা ও সকল প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনার প্রতিশ্রæতি দেন অতিথিরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মালেক খাঁন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন হিরন, এপেক্সবডির মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ বিলকিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা রহমান। উপস্থিত ছিলেন পিএইচআরপিবিডি প্রকল্পের কনটাক্ট পারসন মো. মাসউদ সিকদার, ব্যবস্থাপক মো. ফারুক সিকদার, সিডিআরপি মো. জামাল উদ্দিন, সিএম সাওদা এবং পিএইচআরপিবিডি প্রকল্পের কলাপাড়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।