বরগুনায় বিশ্ব এইডস দিবস সংগ্রাম এনজি’র মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংগ্রাম প্রশিক্ষণ মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সংগ্রামের পরিচালক মো. ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারী সংস্থা অন্বেষা’র নির্বাহী পরিচালক মো. শামসুদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, এলজিইডি’র প্রতিনিধি মো. শরীফ আলমগীর, বেসরকারী সংস্থা সাকো’র নির্বাহী পরিচালক কাজী শোয়েব ফকরুল, সেবার নির্বাহী পরিচালক মোঃ আরিফ, সংগ্রামের প্রশাসনিক কর্মকর্তা চৌধূরী মো. মঈন প্রমুখ। ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ’র সহায়তায় পরিচালিত বেসরকারী সংস্থা সংগ্রাম’র উজ্জীবিত প্রকল্পের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এই আলোচনাসভায় স্থানীয় গণ্যমান্যব্যক্তি, সাংবাদিক ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআইভি/এইডস মহামারী সারা বিশ্বের সমস্যা। এ বছরের প্রতিপাদ্য বিষয়- ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’। এই প্রতিপাদ্যকে ঘিরে
যাঁরা এইচআইভি সংক্রামিত নন, তাঁদের এই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকার প্রত্যয়ে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সক্রিয় সুরক্ষা বলয় তৈরীর উদ্দেশ্যে সংগ্রাম এই দিবসটি আয়োজন করে।