পটুয়াখালী জেলার কলাপাড়ার উপজেলার বালিয়াতলী ইউনিয়নে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকাল ১১টায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কাংকুনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে চৌরাস্তা প্রর্যন্ত র্যালী হয়। র্যালীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও কাংকুনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। র্যালী শেষে কাংকুনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ নুরজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। বক্তব্য রাখেন এপেক্স বডির সভাপতি মো. ইব্্রাহিম খলিল, সংগ্রামের মো. মাসউদ সিকদার, সিডিআরপি মো. জামাল উদ্দিন ও অন্যান্যরা। প্রমোশন অব হিঊমান রাইটস অব পারসন উইথ ডিজএ্যাবিলিটিস ইন বাংলাদেশ থ্রু ডিজএ্যাবিলিটি ইনক্লুশন সহযোগিতায় ও সংগ্রামের আয়োজনে এই দিবসটি উদযাপিত হয়।