বরগুনায় জাতীয় যুব দিবসে হাডুডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত

জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, সংগ্রাম ও সিয়াম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বরগুনায় জাতীয় যুব দিবস-২০১৯ উদযাপণকে কেন্দ্র করে হাডুডু ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে বরগুনা সার্কিট হাউস মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের যুব একাদশ বরগুনা এনজিও একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাডুডু খেলাটি ড্র হয়। প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুল ইসলাম, বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, সিয়াম ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলংকৃত করেন সংগ্রাম’র উপ-নির্বাহী পরিচালক জনাব চৌধূরী মোহাম্মদ মুনীর।

এনজিও একাদশে সংগ্রাম, ব্র্যাক, শুশিলন, হিড বাংলাদেশ, সিয়াম ফাউন্ডেশন, সঞ্চিত স্বপ্ন, আজাদ উন্নয়ন সংস্থা, আরডিএফ, পদক্ষেপ, আশার প্রতিনিধি অংশ নেয়। অন্যদিকে যুব একাদশে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগৃহিত খেলোয়াড় অংশ নেয়। রেফরি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রিড়া সংস্থার মকবুল হোসেন। ধারা ভাষ্যে ছিলেন রাজন হাওলাদার। খেলা দুটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রিড়া সংস্থা ও বরগুনা জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।

খেলাটি উপভোগ করার জন্য বরগুনার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘ যুব সমাজকে কাজে লাগাতে না পারলে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে পারবোনা। সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মদক্ষতামূলক প্রশিক্ষণ নিয়ে যুবরা স্বাবলম্বী হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণ হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top