বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প

পাথরঘাটায় ও বামনার হোগোলপাতি গ্রামে ১২ ডিসেম্বর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সংগ্রামের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চৌধূরী মাসুম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে গত ১১ ডিসেম্বর ও বামনার হোগোলপাতি গ্রামে সংগ্রামের সমৃদ্ধি শাখা কার্যালয়ে ১২ ডিসেম্বর চিকিৎসা সেবা প্রদান করে। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৪৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন আলরাজী হাসপাতাল ফার্মগেট এর ব্যবস্থাপনা পরিচালক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিদারুল আহসান, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার নাজির আহম্মেদ, কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকার গাইনী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার সালমা চৌধূরী, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সারমিন আহমেদ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আহসান।

সকাল ৮ টা থেকে চৌধূরী মাসুম টিবিএম কলেজে প্রচুর রেগীদের সমাগম হয়। কলেজের বিভিন্ন কক্ষ রোগী দেখার জন্য আলাদাভাবে পূর্বেই সজ্জিত করে রাখা হয়। ৯ টায় রোগী দেখা শুরু হয়। একইভাবে হোগোলপাতি গ্রামে চিকিৎসা দেয়া হয়। যেসকল রোগী অর্থাভাবে উচ্চতর চিকিৎসার জন্য দূরে যাওয়ার সঙ্গতি নেই তাদের জন্য সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে এই আয়োজন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top