পাথরঘাটায় ও বামনার হোগোলপাতি গ্রামে ১২ ডিসেম্বর বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সংগ্রামের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চৌধূরী মাসুম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে গত ১১ ডিসেম্বর ও বামনার হোগোলপাতি গ্রামে সংগ্রামের সমৃদ্ধি শাখা কার্যালয়ে ১২ ডিসেম্বর চিকিৎসা সেবা প্রদান করে। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৪৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন আলরাজী হাসপাতাল ফার্মগেট এর ব্যবস্থাপনা পরিচালক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিদারুল আহসান, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার নাজির আহম্মেদ, কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকার গাইনী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার সালমা চৌধূরী, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সারমিন আহমেদ, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আহসান।
সকাল ৮ টা থেকে চৌধূরী মাসুম টিবিএম কলেজে প্রচুর রেগীদের সমাগম হয়। কলেজের বিভিন্ন কক্ষ রোগী দেখার জন্য আলাদাভাবে পূর্বেই সজ্জিত করে রাখা হয়। ৯ টায় রোগী দেখা শুরু হয়। একইভাবে হোগোলপাতি গ্রামে চিকিৎসা দেয়া হয়। যেসকল রোগী অর্থাভাবে উচ্চতর চিকিৎসার জন্য দূরে যাওয়ার সঙ্গতি নেই তাদের জন্য সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে এই আয়োজন করে।