ঘরের দরজায় সমৃদ্ধি চিকিৎসা

মোঃ এমাদুল হক একজন অটোরিক্সা চালক। তার বাড়ি পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে। পিতার নাম আবদুল কুদ্দুস হাওলাদার। চরলাঠিমারা গ্রামটির রাস্তাঘাট খুবই নাজুক। বিশেষ করে বর্ষা মৌসূমে পানিতে চারিদিক তলিয়ে গেলে অটোরিক্সা চালানোর রাস্তাও কমে যায়।
২০২০ সনের ১১ নভেম্বর এমাদুল হক অটোরিক্সা চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে গুরু আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। বিশেষ করে ডান হাটুর উপরে বড় ধরনের ক্ষত হয়। প্রথমে তাকে পাথরঘাটা উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছু দিন চিকিৎসা গ্রহন করেন। এতে কিছুটা সুস্থ হলেও তার হাটুর উপরের ক্ষত কিছুতেই ভাল হচ্ছিল না। একটি বড় হচ্ছে পাথরঘাটা সদর হাসপাতালে চিকিৎসকের স্বলতা রয়েছে। তাছাড়া সেবাদানকারি নার্স ও ব্রাদারের স্বল্পতা তো আছেই, তার উপর রোগির সংখ্যা এত বেশি যে তারা সামাল দিয়ে উঠতে পারেনা। সে কারনে পাথরঘাটা হাসপাতাল থেকে এমাদুল হককে বরিশাল মেডিকেল কলেজে উচ্চতর চিকিৎসার জন্য প্রেরণ করে হাসপাতাল থেকে নাম কেটে দেয়। একদিকে দুর্ঘটনার শিকার হয়ে এমাদুল অটোরিক্সা চালাতে পারছেনা। অন্যদিকে চিকিৎসায় টাকা পয়সা খুইয়ে বরিশালে চিকিৎসা নেয়ার মত আর্থিক অবস্থা এমাদুলের নেই। তাই এমাদুল বরিশাল উচ্চতর চিকিৎসায় না গিয়ে নিজ বাড়ি চরলাঠিমারা চলে যায়। এর ফলে উক্ত ক্ষততে ইনফেকশন দেখা দেয়।
এরকম পরিস্থিতিতে সংগ্রাম সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শক ঐ পরিবার পরিদর্শনে গেলে তিনি সকল বিষয় অবগত হন। তিনি স্টাটিক ক্লিনিকে স্বাস্থ্য কর্মকর্তার নিকট পাঠান। সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে খুব যতœসহকারে বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। নিয়মিত ড্রেসিং করেন, রোগির শারিরীক উন্নতির সাথে সাথে ঔষধ পরিবর্তন করে দেন এবং নিয়মিত ঔষধ কাচ্ছেন কিনা অনুক্ষণ করেন, পরিবারের সদস্যদের সেবা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করেন। এর ফলে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।
ডিসেম্বর মাসের ২২ তারিখে সে পূণরায় তার পেশায় নিয়োতি হন। সমৃদ্ধি কর্মসূচির চিকিৎসা সেবা টিম ইউনিয়নবাসীর স্বাস্থ্য সমস্যা নিরসনে যথেষ্ট তৎপর। যেখানে সকল ধরনের চিকিৎসায় রোগিকে ডাক্তারের কাছে যেতে হয়। সেখানে সমৃদ্ধি টিম সর্বদা রোগির দরজায় গিয়ে সেবা করার ব্রত নিয়ে দরজার কড়া নাড়ে, সেবা দেয়, রোগি সুস্থ করে তৃপ্তি পায়। এমাদুল তারই একটি দৃষ্টান্ত। এমাদুল সমৃদ্ধি টিমের চিকিৎসা পেয়ে নতুন জীবন পেয়েছে। সমৃদ্ধির প্রতি তাই এমাদুলের অনেক ভালোবাসা।

Scroll to Top