বৃদ্ধরা একসময় সমাজকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমাদের সমাজ বৃদ্ধদের তেমন কিছু দেয়না। যাঁদের পরিবার নেই, সন্তান নেই তাদের জন্য তো অনন্ত একটা আশ্রয়স্থল দরকার। বৃদ্ধ বয়সে একটু আশ্রয় এবং বেঁচে থাকার জন্য সামান্য অন্ন। এরকম পরিস্থিতি নেই এমন একজন নারী মোসাম্মাৎ সরবানু। বয়স ৬৮ বছর। পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামে তাঁর বাড়ি। একজন অসচ্ছর প্রবীণ নারী। তাকে দেখার মত কেউ নাই। প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির মাধ্যমে পাথরঘাটা ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থবছরে মোসাম্মাৎ সরবানুকে অসচ্ছল প্রবীণ হিসেবে সংগ্রাম পিকেএসএফ’র সহযোগিতায় ভরণ-পোষণ ও আবাসনের ব্যবস্থা গ্রহন করে। তাকে প্রতি মাসে ৪০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
বর্তমানে পিকেএসএফ কর্তৃক অনুদান দেয়া বন্ধ কিন্তু সংগ্রাম তার অসচ্ছলতার কথা বিবেচনা করে প্রতি মাসে ২০০০ টাকা করে সহায়তা প্রদান করে যাচ্ছে। এই অনুদান মোসাম্মাৎ সরবানু। আমৃত্যু পাবে বলে সংগ্রাম নিশ্চিত করেছে। মোসাম্মাৎ সরবানু এই সহায়তাটুকু পাওয়ার ফলে হয়তো যে কটা দিন পৃথিবীতে সে কটা দিন একটু স্বস্তিতে থাকতে পারবে। মানুষের জীবনে এটাও এক ধরনের পরম পাওয়া।