মো: সাবরয়িা’র স্বপ্নরে সফলতার কথা

মো: সাবরিয়া, পিতা: মো: জাকির হোসেন, গ্রাম: চরলাঠিমারা, ইউনিয়ন: ৪নং পাথরঘাটা সদর ইউনিয়ন, উপজেলা: পাথরঘাটা, জেলা: বরগুনা, মোবাইল: ০১৭২২-১৬৬৭৫০ । তিনি ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইনস্টিটিউটে (এমএসটি) গ্রুপে ভর্তি হন। ২০১৯ সালে ডিপ্লোমা শেষ করে বাড়িতে চলে আসেন। কোন কাজ কর্ম না পেয়ে হতাশার মধ্যে জীবন যাপন করতে ছিলেন। ইতো মধ্যে সমৃদ্ধি কর্মসূচি’র উন্নয়নে যুব সমাজের আওতায় ‘‘স্বপ্ন আমার উদ্যোগতা হবো’’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে তিনি অংশগ্রহন করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং গত ১২-১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ ২ দিন ব্যাপি প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে তিনি পরিকল্পনা করেন সমন্বিত মাছ চাষ ও ফলজ বাগান করবেন। এমতাবস্থায় তার আর্থিক অসচ্ছলতার কারনে তার বন্ধু তাকে রাজু তাকে আর্থিক সহযোগিতা করেন এবং সে নিজেও উক্ত কাজে তার বন্ধুর সাথে যুক্ত হন। শুরুতে তারা ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) দিয়ে ৬৬ শতাংশ জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছের চাষ কাজ শুরু করে। বর্তমানে ৩ একর ৩০ শতাংশ জমিতে মাছ ও কুল জাতীয় ফলজের বাগান করেন। সাথে সাথে তার আরো ভবিষ্যত পরিল্পনা পেঁপে বাগানও করবেন। বর্তমানে তার প্রায় ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মত সম্পদ আছে। এখন সে সাভলম্বির পথে এগিয়ে যাচ্ছে।

Scroll to Top