পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়।
পিএইচআরপিবিডি প্রকল্পের মাধ্যমে এই দিন সকালে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাখিমারা বাজার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ছাত্র, শিক্ষক, সুশিল সমাজ এবং পিএইচআরপিবিডি প্রকল্পের স্ব-সংগঠণগুলোর সদস্যবৃন্দ সহ প্রায় ২১১ জন নারী-পুরুষ অংশগ্রহন করে, যার মধ্যে ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহন করে। র্যালি শেষে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করে সংগ্রামের ব্যবস্থাপক মো. ফারুক সিকদার। আলোচনা করেন সংগ্রামের মো. মাসউদ সিকদার। বক্তব্য রাখেন আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বর মাসুমা আকতার ও লাইলী আকতার, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জামাল হোসেন, এপেক্সবডির সভাপতি মো. ইব্রাহিম খলিল, স্ব-সংগঠণ সদস্য সুমন দেউরী, আকলিমা আকতার, মোঃ মিজানুর রহমান, রেজাউল করিম, সংগ্রামের মোঃ জামাল উদ্দীন, সাওদা প্রমুখ। দ্বিতীয় পর্বে বিকাল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে স্ব-সংগঠণ সদস্যগণ সংগীত পরিবেশন করে।