বরগুনায় কেঁচোসার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

বরগুনার সোনাতলা গ্রামের ২৫জন নারীকে কেঁচোসার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে অনুদান হিসেবে কেঁচো খামারের জন্য এক হাজার করে কেঁচো প্রদান করা হয়েছে। সংগ্রামের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উজ্জীবিত প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ ও ২৩ ডিসেম্বর বরগুনার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামের রেবা বেগমের বাড়িতে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয। শুরুতে উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামের এরিয়া ম্যানেজার মো. সেলিম রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাইনুর আজম খাঁন। উজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী মো. মাসউদ সিকদার, সংগ্রামের ব্যবস্থাপক সাইদুর রহমান লিটন, টেকনিক্যাল অফিসার মো. রাজন হাওলাদার।
কৃষিতে জৈবসার প্রয়োগ বৃদ্ধি, সার তৈরী ও দরিদ্র পরিবারের আয়ের উৎস তৈরীর উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নলটোনা এলাকার ২৫জন অতিদরিদ্র নারী যাদের অন্তত একটি গরু আছে তাদেরকে নির্বাচিত করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে গোবর তৈরী, চারি ক্রয় করে রাখা হয়। প্রশিক্ষণের শেষ দিনে প্রত্যেক অংশগ্রহনকারীকে একহাজার করে কেঁচো প্রদান করা হয় যাতে তারা দ্রæত কেঁচোসার উৎপাদন খামার শুরু করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top