নারী ও শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন প্রতিরোধ আইনী সহায়তা ও তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে ২দিনের প্রশিক্ষণ

কলাপাড়ায় সংগ্রামের আয়োজনে, সিডিডি’র সহযোগিতায় এবং এপেক্সবডির উদ্যোগে নারী ও শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন প্রতিরোধ, আইনী সহায়তা ও তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে ২দিনের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিএইচআরপিবিডি প্রকল্পের আওতায় গত ১১ থেকে ১২ অক্টোবর, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন কোডেক এনজিও’র লিগ্যাল এইড কার্যক্রমের পটুয়াখালী অঞ্চলের সমন্বয়কারী আহমেদুন নবী, সংগ্রামের প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক মো. মাসউদ সিকদার। শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগ্রাম-এর কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. ফারুক সিকদার। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে অংশ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top