প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ‘প্রমোশন অব হিঊমান রাইটস অব পারসন উইথ ডিজএ্যাবিলিটিস ইন বাংলাদেশ থ্রু ডিজএ্যাবিলিটি ইনক্লুশন’ (পিএইচআরপিবিডি) প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ বালিয়াতলী ইউনিয়নের ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর সংগ্রাম-কলাপাড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রাম প্রধান কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা চৌধূরী মোহাম্মদ মঈন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সহায়ক উপকরণ বিতরণ করেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নেছার উদ্দিন আহমেদ টিপু। বক্তব্য রাখেন এনএসএস বাস্তবায়িত সেবা প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর মো. মোস্তাফিজুর রহমান, ওয়েভ ফাউÐেশন কলাপাড়ার প্রোগ্রাম অফিসার মো. জাহিদ হোসেন, সংগ্রামের শাখা ব্যবস্থাপক মো. ফারুক সিকদার, এপেক্সবডির সভাপতি মো. ইব্রাহিম খলিল। অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ২টি হুইল চেয়ার, ১টি বিশেষ চেয়ার, ১টি স্টান্ডিং টেবিল, ১ জোড়া অক্সিলারী ক্র্যাচ, ১টি এলবো ক্র্যাচ বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top