১৫ অক্টোবর সকাল ১০ ঘটিকায় বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপ্রধান ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. কাকুলী আক্তার।
আলোচনাসভার শুরুতে পিএইচআরপিবিডি প্রকল্পের সিডিআরপি মো. জামাল উদ্দিন বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন। আরও আলোচনা করেন এপেক্স বডির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। আলোচনা সভায় ৪৭ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেয়। এদের মধ্যে ১৩ জন দৃষ্টি প্রতিবন্ধী। সভাপ্রধান কাকুলী আক্তার তার বক্তবে এক জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি চলাচলের জন্য সাদা ছড়ি ও মানুষের সহযোগিতা বিষয়ে আলোকপাত করেন ও ইউনিয়ন পরিষদ থেকে সর্বাতœক সহযোগিতা করার আশ্বাস দেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য জনাব মো. জামাল খান, এপেক্সবডির সদস্য মো. শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মো. বাকিবিল্লাহ।