পাথরঘাটায় ২য় পর্যায় ভিক্ষুক পূণর্বাসন

পাথরঘাটায় পর্যায়ক্রমে ৭৪জন ভিক্ষুককে পূণর্বাসনের উদ্যোগ নিয়েছে সংগ্রাম। এলক্ষে দ্বিতীয় পর্যায়ে ৫জন ভিক্ষুককে একলক্ষ টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় চৌধূরী মাসুম টিবিএম কলেজে। অনুষ্ঠানে পাথরঘাটা ইউনিয়নের পাঁচজন ভিক্ষুককে একলক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভিক্ষুক পূণর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত ভিক্ষুকদের চেক প্রদান করেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, এপিপি অ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সমৃদ্ধি সমন্বয়কারী মো. মিজানুর রহমান মানিক, ভিক্ষুক পিয়ারা বেগম ও আরো অনেকে। অনুষ্ঠান শেষে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের ভিক্ষুক আমেনা খাতুন, মো. জয়নদ্দিন, আবদুর রশিদ, হাতেম আলী ও রাবেয়া বেগমকে একলক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top