জাতীয় কন্যাশিশু দিবস

কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে ১১ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। সংগ্রামের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, পিকেএসএফ-এর সহযোগিতায় সংগ্রাম আমতলী শাখার সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সংগ্রামের এরিয়া ম্যানেজার ফয়সাল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক ও কিশোরী উন্নয়ন সভার সভাপতি মো. আনোয়ার হোসেন ফকির, এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সম্পাদক এম.এ সাইদ খোকন, সংগ্রামের উজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী মাসউদ সিকদার। বক্তব্য রাখেন আমতলী কিশোরী উন্নয়ন সভার সিমা আকতার, কিশোরী এনি আকতার, উজ্জীবিত প্রকল্পের সদস্য আমেনা বেগম প্রমুখ। এই আলোচনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংগ্রামের আমতলী শাখার উজ্জীবিত প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top