বরগুনা সহ দক্ষিনাঞ্চলের ৮ টি উপজেলার ৩ হাজার ৭১০ জন চাষীর মাঝে বসত বাড়ীতে লাগানোর উপযোগী লালশাক, পালং শাক ও টমেটোর বীজ বিতরণ করা হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন ও পিকেএসএফ-এর সহায়তায় সংগ্রাম কর্তৃক পরিচালিত ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের সদস্যদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
টেকসইভাবে বাংলাদেশে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস করার উদ্দেশ্য নিয়ে ‘ফুড সিকিউরিটি ২০১২’ প্রকল্পের সহযোগিসংস্থা হিসেবে সংগ্রাম ২১ শাখার মাধ্যমে ৮ হাজার ৯২৫ জন ও জঁৎধষ ঊসঢ়ষড়ুসবহঃ ধহফ জড়ধফ গধরহঃবহধহপব চৎড়মৎধসসব-২ (জঊজগচ-২) এর ৫৬০ জন অতিদরিদ্র নিয়ে এই প্রকল্প পরিচালিত হয়। এদের মধ্য থেকে অতিদরিদ্রদের বসতভিটায় সবজি চাষ এবং বসতবাড়ীর পাশের জমিতে আধা-বাণিজ্যিক খামার প্রতিষ্ঠার জন্য রবি মৌসুমে উফশী জাতের লালশাক, পালং শাক ও টমেটোর বীজ ৩ হাজার ৭১০ জন চাষীর মাঝে বিতরণ করা হল। সবজি চাষে কারিগরি সহায়তা দেয়ার জন্য পাঁচ জন কৃষি ডিপ্লোমা কাজ করছেন।